আমদানি-রফতানিকারকদের অভিযোগ আমলে নিয়ে এবং স্টেকহোল্ডারদের সমস্যা সমাধানের লক্ষ্যে গণশুনানির আয়োজন করছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কাস্টমসের অডিটোরিয়ামে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।
কাস্টমস সূত্রে জানা গেছে, করদাতাদের জন্য সেবাবৃদ্ধি ও রাজস্ব প্রশাসনকে আরও গতিশীল করতে ‘সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামো’ অংশ হিসেবে গণশুনানির আয়োজন করছে কাস্টমস। এতে আমদানি-রফতনিকারক ও ব্যবসায়ী নেতা ও স্টেকহোল্ডাররা অংশ নেবেন বলে জানান কাস্টমস কমিশনার (প্রশাসন) কামরুল ইসলাম।
তিনি বলেন, গণশুনানিতে স্টেকহোল্ডারদের তুলে ধরা সমস্যার সমাধানে করণীয় কী তা চিহ্নিত করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে। এতে স্টেকহোল্ডারদের সেবা বৃদ্ধি ও সেবাপ্রাপ্তি নিশ্চিত হবে।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৭/মাহবুব