ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, প্রতিটি সুবিধাবঞ্চিত শিশু-কিশোরের মধ্যে সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা বাস্তবায়নে সমাজের সকলকে একযোগে কাজ করতে হবে।
আজ শনিবার ঢাবির মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন’ এর উদ্যোগে ‘চ্যাম্পিয়ন চেঞ্জ সেলিব্রেটিং লিডারশিপ অ্যান্ড মাদারহুড' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
‘তারুণ্যের শক্তি সকল বাঁধাকে অতিক্রম করতে পারে। এই তরুণরাই দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে উদ্যোগী হয়ে কাজ করবে' এ কথা উল্লেখ করে উপাচার্য বলেন, সুবিধাবঞ্চিত এ জনগোষ্ঠীর প্রতি সহযোগিতার মনোভাব তৈরি করতে পারলে তারা এগিয়ে যাবে।
সকলের সহযোগিতা থাকলে এ উন্নয়ন আরও সুদৃঢ়ভাবে এগিয়ে যাবে।
এ অনুষ্ঠানে যারা জীবনের গল্প শুনিয়েছেন তারা হলেন, নাট্যজন সারা যাকের, বাংলাদেশ এনভায়রনমেন্ট ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী রিজওয়ানা হাসান, ব্র্যাকের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অ্যান্ড গার্লস এডুকেশনের প্রধান ও নাট্যজন রিফাত রশীদ মিথিলা, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি’র নিউজের সম্পাদক নবনীতা চৌধুরী এবং মার্কস অ্যান্ড স্পেনন্সর এর কান্ট্রি ম্যানেজার স্বপ্না ভৌমিক।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রশিকা বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সিইও তাজিন সাদিদ।
ভিশন-২০২১ সালের মধ্যে ১০ লাখ সুবিধাবঞ্চিত শিশুর মুখে হাসি ফোটাতে ‘দশ লাখ স্মাইল ক্লাব’ নামে একটি কর্মসূচি হাতে নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন।
বিডি প্রতিদিন/১৩ মে ২০১৭/এনায়েত করিম