বগুড়ায় টিএমএসএস পরিচালিত ম্যাটস এর ছাত্রী ইসমত আরা পারভীনের (২০) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বগুড়ার সোনাতলার হলিদা বগা গ্রামের গাজিউল ইসলামের কন্যা ম্যাটস শিক্ষার্থী পারভিনের লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। রহস্যজনক ভাবে মৃত্যু হওয়া পারভীন শেষ বর্ষের পরীক্ষার পর থেকেই অস্থায়ী ভিত্তিতে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে পার্ট টাইম চাকুরি করছিল।
জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টায় ভারি কিছু একটা পতনের শব্দ পেয়ে লোকজন শব্দের উৎস্থলে গেলে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন লিফ্ট এর ফাঁকা জায়গায় ইসমত আরা পারভিনকে রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বগুড়া সদর থানার ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, কিভাবে ওই ছাত্রী মারা গেল তা সুরতহাল রিপোর্ট এবং পোষ্ট মর্টেমের পর বলা যাবে। টিএমএসএস ম্যাটস এর প্রশাসনিক কর্মকর্তা শামীম ফেরদৌস জানান, দুর্ঘটনা ঘটার পর ওই ছাত্রীর আত্মীয় স্বজনকে জানানো হয়েছে। নিহত ছাত্রীর বাবা গাজীউল হক তার মেয়ের মৃত্যুর ঘটনায় তদন্ত দাবি করেছেন।
বিডি প্রতিদিন/৩০ মে ২০১৭/হিমেল