অবশেষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের মাধ্যমে ফেল করা করা ৫২ জন শিক্ষার্থী পাস করে স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে। ফলাফল প্রকাশের পর থেকেই এসব শিক্ষার্থীরা ফেল করার বিষয়টি চরম হতাশার মধ্যে রেখেছিল। সেই হতাশা থেকে উত্তোরণ এবং যোগ্য প্রমাণ করলো পুনঃনিরীক্ষণের মাধ্যমে। একই সাথে ৬৮৭ শিক্ষার্থীর গ্রেডও পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরো ৬৭ জন।
এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ আবেদনের প্রেক্ষিতে আজ বোর্ড কর্তৃপক্ষ ফলাফল প্রকাশ করা হয় বলে জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান। তিনি বলেন, ২১ হাজার ৯’শ ৩৯ জন শিক্ষার্থীর আবদনের প্রেক্ষিতে ৫৭ হাজার ৮১৪টি খাতা পুনঃনিরীক্ষণ করা হয়। এতে ৬৮৭ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। নতুন করে পাস করেছে ৫২ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন শিক্ষার্থী। তবে ২০১৬ সালে ১৫ হাজার ৫৬২ জন আবেদনকারীর ৪৬ হাজার ৯৪টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের মধ্যে ২৪৩ জনের গ্রেড পরিবর্তন হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার