ঘূর্ণিঝড় মোরা'র প্রভাবে ক্ষতিগ্রস্ত বাঁশখালীর উপকূলীয় এলাকায় ত্রাণ বিতরণ করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। বাঁশখালীর উপকূলীয় এলাকা পরিদর্শন করেন। এসময় স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং প্রায় ২৯৩টি প্যাকেট ত্রাণ বিতরণ করেন।
আজ বিকেলে উপজেলার উপকূলীয় এলাকা ছনুয়ায় ত্রাণ বিতরণ করেন। সেখানে বেশ কিছুক্ষণ ত্রাণ বিতরণের পর তিনি চট্টগ্রামে ফিরে আসেন। পরে তার হয়ে উপজেলা প্রশাসন গন্ডামারায়ও ত্রাণ বিতরণ করছেন বলে জানান জেলা প্রশাসনের স্টাফ অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ। তাছাড়া তিনি বলেন, বাঁশখালী উপজেলা প্রশাসনও উপকূলীয় অঞ্চলে ৭০০ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়েছে। ঘূর্ণিঝড় মোরার প্রভাবে বাঁশখালীতে তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। বেশ কিছু জায়গায় ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার