চট্টগ্রামে নিজ নিজ দখলে থাকা খালের জায়গা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেছেন, চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা দূর করতে দখল হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার করতে হবে। এতে চট্টগ্রামের বেশ কয়েকটি খাল দখলের শিকার হয়েছে। এখন জলাবদ্ধতা দূর করতে খালগুলো উদ্ধারের কোনো বিকল্প নেই। তিনি বলেন, অনেকে নিজেদের সঞ্চয় দিয়ে খালের জায়গায় নানা স্থাপনা তৈরি করেছেন। জলাবদ্ধতা থেকে মুক্ত হতে হলে তো খালগুলো অবশ্যই খনন করতে হবে।
সোমবার বিশ্ব পরিবেশ দিবসের চট্টগ্রামে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
কিছুদিন আগে ঘূর্ণিঝড় মোরার প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর অনেক এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। বৃষ্টির পানি নামতে না পেরে নগরীর অধিকাংশ ওয়ার্ডেই দেখা দেয় জলাবদ্ধতা। অনেক এলাকা পানিতে ডুবেও গেছে।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর আয়োজিত পরিবেশ দিবসের আলোচনা সভায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মাসুদ করিমের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) জাফর আলম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. কামাল হোসাইন এবং প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মঞ্জুরুল কিবরিয়া।