‘ল অ্যান্ড ডিউটি’ নামে বরিশাল মেটোপলিটন পুলিশের একটি প্রামাণ্যচিত্রের (ডকুমেন্টারি) মোড়ক উন্মোচন এবং প্রদর্শন করা হয়েছে। শনিবার বিকেলে নগরীর চাঁদমারীতে পুলিশ অফিসার্স মেসের হলরুমে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠিানে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের বিদায়ী কমিশনার এসএম রুহুল আমীন।
সহকারী পুলিশ কমিশনার শাহানাজ পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর স.ম. ইনামুল হাকিম, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর অলিউল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এনায়েত হোসেন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল।
এছাড়াও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রায় সাড়ে ১৭ মিনিটের এই প্রামাণ্যচিত্রে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৮২ বর্গ কিলোমিটার কর্ম এলাকার মধ্যে পুলিশের ক্রাইম, ডিবি ও ট্রাফিক বিভাগ এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম তুলে ধরা হয়েছে।
এছাড়া বরিশাল মেট্রোপলিটনে প্রকট যানবাহন সংকটসহ পুলিশের দিনরাত দায়িত্ব পালনের কথা তুলে ধরা হয়েছে প্রামাণ্যচিত্রে।
প্রামাণ্যচিত্র নির্মাণে সার্বিক সহায়তাকারী মেটোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ভিকটিম সাপোর্ট সেন্টার) শাহানাজ পারভীন জানান, অন্যান্য পেশায় প্রতিদিন নির্ধারিত ৮ ঘণ্টা দায়িত্ব পালন করা হয়। কিন্তু পুলিশে কোনো কর্ম ঘণ্টা নির্ধারণ করা নেই। এ কারণে অনেক সময় টানা ২৪ ঘণ্টাও পুলিশকে দায়িত্ব পালন করতে হয়। টানা সরকারি কাজ করতে গিয়ে অনেক সময় সন্তানের মুখ দেখার সুযোগও হয় না। এতে সন্তানসহ পরিবারের সদস্যরা বঞ্চিত হয়। প্রামাণ্যচিত্রে মেট্রোপলিটনে পুলিশের বিভিন্ন শাখার কার্যক্রম, জননিরাপত্তা, ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম এবং যানবাহন, অফিসের অপ্রতুল জায়গা ও কোয়ার্টার সংকটসহ পুলিশের মানবিক দিকগুলো তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শাহানাজ পারভীন।
স্বেচ্ছাসেবী সংগঠন বরিশাল ইয়থ সোসাইটি এই প্রামান্য চিত্র নির্মাণ করেছে। মেট্রোপলিটন পুলিশের ৩জন কর্মকর্তার দিকনির্দেশনা এবং সহায়তায় প্রমাণ্যচিত্র নির্মাণে মূল ভূমিকা পালন করেন বরিশাল ইয়থ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ফয়েজ বেল্লাল।
বিডি প্রতিদিন/১ জুলাই ২০১৭/এনায়েত করিম