তাইওয়ানের এক নাগরিকের লুণ্ঠিত মালামালসহ আট ডাকাতকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মো. ইউসূফ আলী মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।
এসময় তিনি জানান, সোমবার দিনভর গোয়েন্দা পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সদস্যরা নড়াইল, মানিকগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে আটক করা হয়। ইউসূফ আলী আরো জানান, চলতি বছরের ১৭ মে রাত সোয়া তিনটার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকায় তাইওয়ানের এক নাগরিক ডাকাত দলের কবলে পড়েন। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল সেট, দুই হাজার তাউওয়ানি ডলার, ৬০ ইউএস ডলার লুট করে ওই ডাকাত দল। তবে সোমবার ওইসব মালামাল উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতিকালে ব্যবহৃত একটি পিকআপ, দুটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
আটককৃতরা হলেন- হযরত আলী, নিউটন গাজী, নিপু চন্দ্র দে, কবির হোসেন, বাবুল মনির হোসেন ও তারেক মোল্লা। তাদের কাছ থেকে লুণ্ঠিত বিপুল পরিমাণ মামলা উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/১১ জুলাই, ২০১৭/ওয়াসিফ