হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্রেইট ইউনিট থেকে আজ বিকেলে ১৯টি আগ্নেয়াস্ত্র আটক করেছে শুল্ক গোয়েন্দা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান আগ্নেয়াস্ত্র জব্দের বিষয়টি আজ নিশ্চিত করেছেন।
মইনুল খান বলেন, অস্ত্র পরীক্ষায় দেখা যায় ১৯টি অস্ত্র পুরানো ও ফ্যাব্রিকেটেড। একইসঙ্গে এসব অস্ত্রের অধিকাংশের বডির বিভিন্ন অংশের গায়ে খোদাই করা মুদ্রিত ইউনিক নম্বর ভিন্ন ভিন্ন। এ অনিয়মের কারণে শুল্ক আইনের বিধান অনুসারে আজকেরসহ মোট ২১টি অস্ত্র জব্দ করা হলো। এগুলোর মধ্যে ওয়ালথার পিপি ১৬টি ও বাকি ৫টি এইচকেফোর ব্র্যান্ডের। এ ব্যাপারে শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে তদন্ত করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার