চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া হরিদারঘোনা এলাকায় প্রশিক্ষণের সময় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান বলেন, থানা থেকে আনুমানিক ১৫-২০ কিলোমিটার দূরে হরিদারঘোনা এলাকায় পাহাড়ের পাদদেশে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এসময় বিমানটিতে আগুন ধরে যায়। তবে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী প্যারাসুটের সাহায্যে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।
বিডি প্রতিদিন/১১ জুলাই ২০১৭/আরাফাত