দুই দিন আগে দু'টি পিস্তল জব্দ করার পর আরও শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিমানবন্দরের ফ্রেইট ইউনিটে ১৯টি আমদানি নিষিদ্ধ পিস্তল জব্দ করেছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান।
তিনি বলেন, এক চালানে ইতালি থেকে মোট ৫৮টি অস্ত্র নিয়ে আসে আমদানিকারক। আমদানি নীতি আদেশ অনুযায়ী পুরানো ও অকার্যকর অস্ত্র আনার উপরে নিষেধাজ্ঞা রয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তাদের অস্ত্র বিশেষজ্ঞরা আজকের অস্ত্র পরীক্ষার সময় দেখা যায় ১৯টি অস্ত্র পুরানো ও ফ্যাব্রিকেটেড।
তিনি আরও বলেন, একই সাথে এ সব অস্ত্রের অধিকাংশের বডির বিভিন্ন অংশের গায়ে খোদাই করা মুদ্রিত ইউনিক নম্বর ভিন্ন ভিন্ন। ফলে অনিয়মের কারণে শুল্ক আইনের বিধান অনুসারে ১৯টি অস্ত্র জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/১২ জুলাই, ২০১৭/মাহবুব