ডিবি পুলিশের পরিচয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অপহরণের ঘটনার ৫০ দিন ফেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোন ধরনের খোঁজ মিলছে না।
বুধবার বেলা ১২টার দিকে ক্যাম্পাসে তার বিভাগের শিক্ষার্থীরা এই নিয়ে একটি মানববন্ধন করেছেন। এসময় নিখোঁজ শিক্ষার্থীর সাথে বাবা ও মা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ২৩ মে গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকা থেকে সাদেকুলকে অপহরণর হয়। সাদেকুল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার গাজীপাড়ায়। শেখের টেক এলাকায় একটি মেসে থেকে পড়াশুনা করতো সে।
নিখোঁজের বিষয়টি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছের লিখিতভাবে জানানো হয়েছে। নিখোঁজের এই ঘটনা নিয়ে আদাবর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বলেন, সাদেকুলকে খুঁজে পাওয়ার জন্য র্যাব, ডিবি কোথাও সন্ধান পাওয়া যায়নি। তবে আমরা আইন শৃঙ্খলাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছি। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন