চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় আজ সকালে গাড়ি চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
জানা যায়, সকালে নগরীর খুলশী এলাকায় সড়কের পাশ দিয়ে হাঁটার সময় যাত্রীবাহী রাইডার (হিউম্যান হলার) সামশুল হককে (৭০) চাপা দেয়। সামশুল নগরীর খুলশী আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের বাসিন্দা।
এ ব্যাপারে পুলিশ জানায়, সকাল ৭টার দিকে সামশুলকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১৩ জুলাই, ২০১৭/ওয়াসিফ