চট্টগ্রাম মহানগরীর খুলশী ও বাকলিয়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ দু’জনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকালে নগরীর খুলশী এলাকায় সড়কের পাশ দিয়ে হাঁটার সময় যাত্রীবাহী রাইডার চাপা দিলে সামশুল হক (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। তিনি নগরীর খুলশী আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির বলেন, সকাল ৭টার দিকে সামশুলকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, গত বুধবার রাতে নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় মিনিবাস চাপায় মো. জসিম (৩৫) নামের একজনের মৃত্যু হয়। জসিম নগরীর টেক্সটাইল গেইট এলাকার বাসিন্দা। চমেক পুলিশ ফাড়ির নায়েক আমির বলেন, রাত ৯টার দিকে মিনিবাসের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় জসিমকে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন