রাজধানীর পুরান ঢাকার বকশিবাজারে র্যাবের সঙ্গে ছিনকাইকারীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। অস্ত্র ও প্রাইভেটকারসহ গুলিবিদ্ধ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. শাহাবুদ্দীন সাংবাদিকদের বলেন, দলটি মোটরসাইকেল, প্রাইভেটকার ও টাকা ছিনতাই করে। র্যাব গোপন সূত্রে খবর পেয়ে তাদের ওপর নজর রাখছিল। একপর্যায়ে তাদের চ্যালেঞ্জ করা হলে তারা গুলি ছোড়ে। ঢাকেশ্বরী মন্দিরের পাশের সড়ক ও বকশিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পাল্টা গুলিতে দুজন আহত হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ দুজনের পরিচয় এখনো জানা যায়নি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন