রাজধানীর পুরান ঢাকার বকশিবাজারে র্যাবের সঙ্গে ছিনকাইকারীদের গোলাগুলিতে আহত একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাবের সঙ্গে গোলাগুলিতে দুইজন আহত হন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।
র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. শাহাবুদ্দীন সাংবাদিকদের বলেন, দলটি মোটরসাইকেল, প্রাইভেটকার ও টাকা ছিনতাই করে। র্যাব গোপন সূত্রে খবর পেয়ে তাদের ওপর নজর রাখছিল। একপর্যায়ে তাদের চ্যালেঞ্জ করা হলে তারা গুলি ছোড়ে।
ঢাকেশ্বরী মন্দিরের পাশের সড়ক ও বকশিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পাল্টা গুলিতে দুজন আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ইউনিটের কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমান জানান, রাত সাড়ে ৮টার দিকে দুইজনের মধ্যে আহত আলমগীরের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/১৪ জুলাই ২০১৭/আরাফাত