সিলেটে ঝমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো ‘বসুন্ধরা টিস্যু পণ্যের ট্রেড স্কিম-২০১৬ এর সাফল্য উদযাপন’ অনুষ্ঠান। বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের।
এসময় বক্তারা বলেন, বসুন্ধরা টিস্যু গুণে ও মানে সেরা। তাই বসুন্ধরার টিস্যু পণ্য মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আর এর কৃতিত্বের অংশীদার হচ্ছেন ব্যবসায়ীরা। তারা বসুন্ধরার এই পণ্যটি সহজেই মানুষের কাছে পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রেখেছেন।
বসুন্ধরা পণ্যের পরিবেশক চৌধুরী এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মো. আমিনুজ্জামান জোয়াহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ মহাব্যবস্থাপক (ন্যাশনাল সেলস) মো. গোলাম সারওয়ার নওশাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপ মহাব্যবস্থাপক (অডিট ডিপার্টমেন্ট) ইলিয়াস আলী, সহকারী মহাব্যবস্থাপক (একাউন্টস এন্ড ফিন্যান্স) শামীম আহমদ, সিলেট বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আবদুলমান্নান, ব্যবস্থাপক (সেলস) এনায়েত উল্লাহ।
পরে র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/১৪ জুলাই, ২০১৭/ওয়াসিফ