'বাংলাদেশে কোন ধর্মকে আলাদা চোখে দেখার সুযোগ নেই। সকলকে এক মন-মানসিকতা নিয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। বিদেশে মুসলিম নির্যাতনের প্রতিবাদের পাশাপাশি দেশে হিন্দু নির্যাতিতদের পাশে দাড়িয়ে তাদের সহযোগীতা করতে হবে।' বরিশালে মাইনরিটি রাইটস্ ও সাউথ এশিয়ান দলিত ফোরাম বিভাগীয় শাখার আয়োজনে প্রতিনিধি সম্মেলন ও পরিচিতি সভায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এসব কথা বলেন।
শুক্রবার দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, ২০০১ সালের পর এদেশের মানুষকে অনেক ভুক্তভোগী হতে হয়েছে। ২০০৯ সালে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মুসলিম, হিন্দু, বৈদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে দেশে উন্নয়ণের কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
নিজের নির্বাচনী এলাকায় মুসলিম ভোটার বেশী উল্লেখ করে প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র বলেন, হিন্দু হয়েও তিনি মুসলিমদের ভোটে বিজয়ী হয়েছেন। এটা শুধুমাত্র ধর্মের ঐক্যের কারণেই সম্ভব হয়েছে।এছাড়া মাইনরিটি’র মাধ্যমে আমাদের অধিকার আদায় করতে হবে, অধিকার আদায় করতে না পারলে সংগঠন করে কোন উপকার আসবে না বলেও মন্তব্য করেন তিনি।
মাইনরিটি রাইটস্ ফোরাম কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানস কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান, আপিল অঞ্চল খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু প্রমুখ।
বিডি প্রতিদিন/১৪ জুলাই ২০১৭/হিমেল