চট্টগ্রামের কাঁচা বাজারে মাছের দামে অস্থিরতা বিরাজ করছে। তবে সবজির দাম স্থিতিশীল আছে বলে জানা যায়। শুক্রবার নগরের প্রধান কাঁচাবাজার বহদ্দারহাট, কাজীর দেউড়ি বাজার, রেয়াজুদ্দিন বাজার, চকবাজার, কর্ণফুলী বাজার ও বক্সির হাটে এ চিত্র দেখা যায়।
গত সপ্তাহে বাজারে প্রতি কেজি কাতলা মাছ বিক্রি হয়েছিল ৪৫০ টাকা, কিন্তু আজ বিক্রি হয় ৬৫০ টাকা। গত সপ্তাহে প্রতি কেজি রুই মাছ বিক্রি হয়েছিল ৩০০ টাকা, কিন্তু শুক্রবার বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা। তাছাড়া তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ, বাটা মাছ, লইট্রা মাছসহ বিভিন্ন মাছ প্রতি কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
বক্সির হাটের ক্রেতা ওয়াহিদুল আলম বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মাছের দাম বাড়ছে। গত কয়েকদিন আগে রুই মাছ ক্রয় করেছিলাম প্রতি কেজি ৩০০ টাকা করে। কিন্তু একই সাইজের মাছ আজ বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। অতিরিক্ত চাহিদা থাকলে এক শ্রেণির বিক্রেতা ইচ্ছা করেই মাছের দাম বাড়িয়ে দেয় বলে এই ক্রেতা অভিযোগ করেন।
বক্সির হাটের মাছ বিক্রেতার কফিল উদ্দিন বলেন, গত সপ্তাহে মাছের সরবরাহ তুলনামূলক কম ছিল। তাই সাগর এবং মিঠা পানির কয়েক প্রকারের মাছের দাম কিছুটা বেড়েছে। সরবরাহ স্বাভাবিক হলে মাছের দাম আবারো কমবে। চাহিদার তুলনায় সরবরাহ কম হলে এমন হয়ে থাকে।
এদিকে, সকাল থেকে বাজারে সবজির দাম স্থিতিশীল দেখা যায়। প্রতি কেজি আলু বিক্রি হয় ২০ টাকা। প্রতি কেজি কাঁকরোল ৪০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, বেগুন ৩০, ঢেঁড়শ ৩০ টাকা, পটল ২০ টাকা, শসা আকারভেদে ৩০ থেকে ৫০ টাকা, ঝিঙে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
তাছাড়া শুক্রবার বাজারে প্রতি কেজি ফার্মের মুরগি বিক্রি হয় ১৪০ টাকা ও দেশি মুরগি ৩৫০ টাকা। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয় ৫৫০ থেকে ৫৮০ টাকা, ছাগলের মাংস ৬৫০ টাকা।
চকবাজারের সবজি ক্রেতা ইদ্রিস বলেন, কয়েকদিন আবহাওয়া ঠিক থাকায় সবজির বাজার স্থিতিশীল আছে। তাছাড়া মাংস ও মুরগীর দামও কিছুটা কমছে।
বিডি প্রতিদিন/১৪ জুলাই ২০১৭/আরাফাত