চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামি থানার চাইল্ল্যাতলী এলাকা থেকে অস্ত্র-গুলিসহ ঢাকাইয়া আকবর নামে পরিচিত মো. আকবরকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। আজ বিকালে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আকবর ইসলামী ছাত্র শিবিরের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী। তার কাছ থেকে একটি দেশি বন্দুক ও ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, আজ বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকবরকে গ্রেফতার করা হয়। অভিযানকালে এএসআই রেজাউল করিমের হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাও করে সে। তিনি বলেন, আকবর এলাকায় ‘ঢাকাইয়া আকবর’ নামে পরিচিত। সন্ত্রাসী সাজ্জাদের হয়ে সে এলাকায় চাঁদাবাজি করে। ভারতে পালিয়ে থাকা সাজ্জাদ টেলিফোনে বায়েজিদ এলাকায় বিভিন্নজনের কাছে চাঁদা দাবি করে, সে টাকা সংগ্রহ করে আকবর। কেউ সাজ্জাদের চাহিদা মতো টাকা না দিলে আকবর তার বাড়িতে গিয়ে গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করত।
বিডি প্রতিদিন/এ মজুমদার