বরিশাল জেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলকে দল থেকে বহিষ্কারের আল্টিমেটাম দিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দলীয় নির্দেশ অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত মঙ্গলবার বিকেলে পার্টির চেয়ারম্যান দলের প্যাডে তাকে ওই আল্টিমেটাম দেন। ওই আল্টিমেটামের একটি কপি আজ বুধবার বরিশালের গনমাধ্যমকর্মীদের কাছে পৌঁছে।
পার্টি চেয়ারম্যান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) এবং বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের ৪ উপজেলায় জাতীয় পার্টিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয়। কিন্তু চেয়ারম্যানের ওই সিদ্ধান্ত অমান্য করে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বরিশাল জেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল। তাই পার্টির সিদ্ধান্ত না মেনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে দল থেকে বহিষ্কারের আল্টিমেটাম দেওয়া হয় ওই চিঠিতে।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত ও দলীয় প্যাড প্রেরিত ওই চিঠির সত্যতা নিশ্চিত করেছেন পার্টির কেন্দ্রীয় সমন্বয়কারী মো. মাকিতুর রহমান কিছলু। তবে পার্টি চেয়ারম্যানের এ ধরনের কোনো চিঠি না পাওয়ার কথা বলেছেন জেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল।
বিডি প্রতিদিন/এ মজুমদার