সীতাকুণ্ডের ফৌজদারহাটে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৩০) এক নারী নিহত হয়েছেন। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখনো মরদেহের কোন পরিচয় জানা যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার