সিদ্ধিরগঞ্জে চলন্ত ট্রাকে ধর্ষণের ঘটনায় চালকের পর এবার হেলপার তুহিনকে (২১)কেও গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৩টায় ঢাকার সাভার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুস সাত্তার এ তথ্য জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত আসামী ট্রাকচালক মেহেদী হাছান (২২) ও তার সহকারি তুহিনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুস সাত্তার মামলার এজাহার ও ধর্ষণের শিকার কিশোরীর বরাত দিয়ে জানান, মঙ্গলবার বিকেল ৪টায় সৎ মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে গাজীপুর চৌরাস্তা এলাকায় আসে ওই কিশোরী। বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তাকে ট্রাকে তুলে নেয় মেহেদী হাছান ও হেলপার তুহিন। পথিমধ্যে গাজীপুর, এয়ারপোর্ট ও সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় পালাক্রমে ছয় বার চালক ও হেলপার কিশোরীকে ধর্ষণ করে। বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের এসিআই পানির কল এলাকায় ট্রাক থেকে কিশোরীর কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে। এ সময় চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামী ট্রাকচালক মেহেদী হাছানের বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আলকাদিয়া এলাকায়। তুহিনের গ্রামের বাড়ি রাজশাহী জেলার পটিয়া থানার পশ্চিমবানাইপাড়া এলাকায়।
বিডি প্রতিদিন/৩ আগস্ট, ২০১৭/ফারজানা