ভুয়া পরিচয় দিয়ে পাসপোর্ট বানানোর চেষ্টাকালে সিলেটে দুই রাখাইন তরুণীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরস্থ সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, ওই দুই তরুণী মায়ানমারের আরাকান রাজ্য থেকে অবৈধপথে বাংলাদেশে এসেছে বলে স্বীকার করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ‘মনোয়ারা বেগম’ ও ‘মর্জিনা বেগম’ নামের দুই তরুণী বৃহস্পতিবার সকালে পাসপোর্ট বানানোর জন্য সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে যান। মনোয়ারার জাতীয় পরিচয়পত্রে উল্লেখ ছিল তিনি সিলেট নগরীর রায়নগর এলাকার মিতালী ৫নং বাসার আনোয়ার হোসেন ও নারগিস হোসেনের মেয়ে।
মর্জিনার পরিচয়পত্রে উল্লেখ ছিল তিনি রায়নগর এলাকার মিতালী ৫৬নং বাসার শেখ মাহমুদ হাছান ও হামিদা বেগমের মেয়ে। পুলিশের কাছে আগে থেকেই সংবাদ ছিল, দুই রাখাইন তরুণী ভুয়া পরিচয় দিয়ে পাসপোর্ট বানানোর চেষ্টা করছে। পুলিশ মনোয়ারা ও মর্জিনা পরিচয় দেওয়া ওই দুই তরুণীকে আটক করে। পাসপোর্ট অফিসে জমা দেওয়া তাদের জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদ যাচাই করে সেগুলো ভুয়া বলে নিশ্চিত হয় পুলিশ।
নগরীর মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল বলেন, ওই দুই তরুণী অবৈধভাবে বাংলাদেশে আসার বিষয়টি স্বীকার করেছে। তারা ভুয়া পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট বানানোর চেষ্টা করছিলেন। তাদের কাছ থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন