রাজশাহীতে রেস্ট হাউসে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা নগরীর শাহ মখদুম থানার পরিদর্শক আনোয়ার আলী তুহিন আদালতে এ আবেদন করেন। তবে আগামী রবিবার শুনানী হতে পারে।
বিষয়টি নিশ্চিত করে পরিদর্শক আনোয়ার আলী তুহিন বলেন, রাজশাহীর মুখ্য মহানগর হাকিমের আদালতে আসামিদের পাঁচদিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে। তবে আদালত এখনও কোনো আদেশ দেননি। আগামী রবিবার এ ব্যাপারে আদেশ দিতে পারেন আদালত।
উল্লেখ্য, গত সোমবার প্রায় ২৫ বছর বয়সী এক তরুণীকে রাজশাহী শহরের নওদাপাড়া এলাকার গ্রীন গার্ডেন নামের একটি রেস্ট হাউসে ধর্ষণ করা হয় বলে তিনি নিজেই অভিযোগ করেছেন। রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ পাস করা ওই তরুণীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোশংকরবাটি এলাকায়।
তাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দু’জন হলেন- ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স (ইউআইটিএস) এর রাজশাহী শাখার সাবেক শিক্ষক সামশুল আলম বাদশা (৩৫) ও রাজশাহীর গোরহাঙ্গা এলাকার ইজিটাস কম্পিউটার দোকানের মালিক আবু ফায়েজ নাহিদ (৩০)।
এদের মধ্যে বাদশার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল গ্রামে। আর নাহিদের বাড়ি একই উপজেলার হাসনিপুর গ্রামে। তারা দুজনেই রাজশাহী নগরীতে ভাড়া বাসায় বসবাস করেন।
মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, ওই তরুণীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে কি না তা প্রাথমিকভাবে জানাননি চিকিৎসকরা। কয়েকদিনের মধ্যে তারা পুলিশকে লিখিত প্রতিবেদন দেবেন। আদালতে ওই তরুণীরও জবানবন্দি রেকর্ড করা হবে। আদালতের অনুমতি সাপেক্ষে ওই তরুণী এখন নিজের জিম্মায় আছেন।
বৃহস্পতিবার মোবাইল ফোনে ওই তরুণী জানান, বাদশার সঙ্গে প্রায় চার বছর ধরে তার পরিচয়। পরিচয়ের সূত্র ধরে দুপুরে খাওয়ানোর কথা বলে ওই রেস্ট হাউসে তাকে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন