মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, পড়াশোনা শেষ করে সবাই চাকরি পাবে না। তাই সবাইকে আত্মনির্ভরশীল হতে হবে। যুবকদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকার তাদের নানামুখি প্রশিক্ষণ দিচ্ছে। এসব প্রশিক্ষণ গ্রহণ করে আত্মনির্ভরশীল হতে হবে।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাটে বাংলাদেশে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের অফিস কাম ল্যাবরেটরী ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সময়ের প্রেক্ষাপটে পরিবর্তিত বৈশ্বিক জলবায়ু পরিববর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলার অংশ হিসেবে অঞ্চলভিত্তিক সমস্যা চিহিৃত করা হচ্ছে। এরপর সেগুলো সমাধানে আঞ্চলিক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হচ্ছে। এর উদ্ভাবিত প্রযুক্তিগুলো মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ ছাড়াও বিভিন্ন সমস্যা চিহিৃত করে সমাধানে কাজে লাগবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রকাশনা ও জনসংযোগ শাখার প্রধান আমিনুল ইসলাম ও ক্ষুরারোগ গবেষণা প্রকল্পের পরিচালক ড. গিয়াস উদ্দীন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. তালুকদার নূরুন্নাহার। এ সমাবেশের আগে প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের অফিস কাম ল্যাবরেটরী ভবনের উদ্বোধন করেন। ভবনটি নির্মাণে ব্যায় হয়েছে প্রায় কোটি টাকা।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন