চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে দুর্ঘটনা কবলিত বিমান সরিয়ে নেওয়ার পর বৃহস্পতিবার রাত ৯টায় বিমান চলাচল শুরু হয়েছে। এর আগে বিকেল ৫টা ৪৫ মিনিটে বিমানবন্দরে নৌবাহিনীর একটি বিমান দুর্ঘটনায় কবলিত হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক রিয়াজুর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে নৌবাহিনীর বিমানটি নামার সময় সেটি রানওয়ের একপাশে চলে যায়। এর ফলে রানওয়েতে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে, ঢাকা থেকে চট্টগ্রামমুখী কয়েকটি ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয় আর চট্টগ্রামমুখী আন্তর্জাতিক ফ্লাইটগুলো ঢাকায় পাঠিয়ে দেয়া হয়।
তিনি আরও জানান, নৌবাহিনীর বিমানটি সরিয়ে নিয়ে রানওয়ে চালু করা হয়। দুর্ঘটনা কবলিত বিমানটির আরোহীরা সবাই নিরাপদ ও অক্ষত আছেন।
বিডি প্রতিদিন/০৪ আগস্ট ২০১৭/আরাফাত