সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন গোবিন্দ জিউর আখড়ায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে বড় ধরনের কোন ক্ষতি না হলেও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, রাত ২টার দিকে জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন গোবিন্দ জিউর আখড়ার বাইরে থেকে আখড়ার ভেতরে ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। ককটেলের বিস্ফোরণে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাইরে থেকে আখড়া লক্ষ্য করে কে বা কারা ককটেল ছুড়ে মেড়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৪ আগস্ট ২০১৭/আরাফাত