শিরোনাম
- ইলন মাস্ককে রাজনীতি থেকে দূরে থাকতে বললেন মার্কিন মন্ত্রী
- দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কৃষকদলের সদস্য সচিব বহিষ্কার
- জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের নামে নামকৃত চত্বর ও সড়ক উদ্বোধন
- ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
- ‘জুলাই শহিদদের প্রেরণা অনুসরণ করলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব’
- জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশ
- পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত না মেনে পদোন্নতি প্রক্রিয়ার বিরুদ্ধে এফডিসিতে বিক্ষোভ
- মাগুরায় সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু
- ওয়ানডে র্যাঙ্কিংয়ে নবম স্থানে টাইগাররা
- সাভারে পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
- ভোট দেব সন্দ্বীপে, এমপি হবে 'মালদ্বীপে' : নবীউল্লাহ নবী
- ইরানের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করেছে ইসরায়েল: রিপোর্ট
- এশিয়ান কাপ নিশ্চিত করে ৫০ লাখ টাকা পাচ্ছে নারী দল
- রাজনৈতিক পরিবর্তন ছাড়া ব্যাংকের কোনও নীতিমালাই কাজ করবে না: গভর্নর
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, আকাশে ১৮ কিলোমিটার উঁচু ছাইয়ের স্তম্ভ
- বাগেরহাটে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার প্রস্তুতিসভা
- সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন হামজা-জামালরা
- মঙ্গলবার ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিব
- নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, বাতিলের দাবিতে অবস্থান
- এবার আনিসুল, হাওলাদার ও চুন্নুকে জাপা থেকে অব্যাহতি
ধর্ষণের ভিডিও ধারণ করে ইন্টারনেটে, ধর্ষক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন
রাজশাহীর পুঠিয়ায় স্বামী পরিত্যক্ত নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আল মামুন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোর ৪টার দিকে নাটোরের সিংড়া উপজেলার খরিসাক্ষা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আল মামুন ঘটনার পর থেকে তার আত্মীয় আদম আলীর বাড়িতে পালিয়ে ছিলেন বলে এলাকাবাসী জানান।
গ্রেফতার আল মামুন (২৪) নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি (এনএস) কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ও উপজেলার জিউপাড়া ইউনিয়নের সৈয়দপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সমশের আলীর ছেলে।
গত ২ আগস্ট বুধবার রাত ১০টার দিকে ওই ভুক্তভোগী নারী পুঠিয়া থানায় হাজির হয়ে আল মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধোপাপাড়া এলাকার জনৈক ব্যক্তির স্বামী পরিত্যক্ত মেয়ে আল মামুনের গ্রাম সৈয়দপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিদিন আসা যাওয়ার সুবাদে ওই নারীর সঙ্গে আল মামুনের পরিচয় হয়। পরিচয়ের কিছুদিন পর আল মামুন ওই নারীকে বিয়ের প্রস্তাব দেন। বিয়ের প্রস্তাবে রাজি হলে গত ১৫ মে বিকেলে বিয়ের জন্য ওই নারীকে নিয়ে আল মামুন রাজশাহীতে রওনা হন এবং শর্ত দেন বিয়ের ব্যাপারে কাউকে কিছু না জানাতে। রাজশাহী শহরে গিয়ে সময় ক্ষেপন করে কাজী নেই কাল বিয়ে হবে বলে আল মামুনের এক আত্মীয়ের বাসায় নিয়ে গিয়ে স্ত্রীর পরিচয় দেন। সে রাতেই আত্মীয়ের বাসায় ওই নারীকে ধর্ষণ করে সেই দৃশ্য নারীটির অজান্তে মোবাইলে ভিডিও ধারণ করে তাকে ফেলে চলে আসে আল মামুন।
পরে তাকে বিয়ের জন্য চাপ দিলে নারীটিকে বিয়ে করতে অস্বীকার করে উল্টো তার সঙ্গে আবারও শারীরিক সম্পর্ক করতে হবে, নইলে সে রাতে করা ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয় আল মামুন। তার কথায় রাজি না হওয়ায় গত ২০ জুলাই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেয় আল মামুন। এরপর গত ২ আগস্ট বুধবার রাতে ওই নারী বাদী হয়ে আল মামুনকে আসামি করে পুঠিয়া থানায় মামলা দায়ের করেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভূইয়া জানান, মামলার পর থেকে আল মামুন এলাকা ছেড়ে পালিয়ে ছিল। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শুক্রবার ভোর ৪টার দিকে নাটোরের সিংড়া উপজেলার খারাসাক্ষা গ্রামে আল মামুনের আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল মামুন তার অপরাধ স্বীকার করেছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/৪ আগস্ট ২০১৭/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর