রাজধানীর মিরপুরে পাঁচতলা ভবন থেকে পড়ে পুলিশের এক কনস্টেবল মারা গেছেন। তার নাম শরিফুল, বয়স ২০ বছর। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর-১৪ নম্বরের পুলিশ লাইনসের ব্যারাকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
এসময় গুরুতর আহত অবস্থায় শরিফুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকাল ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, সকালে বারান্দার রেলিংয়ে বসে মোবাইলে কথা বলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান শরিফুল। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, নিহত শরিফুলের বাড়ি ময়মনসিংহে। মিরপুর পুলিশ পাবলিক অর্ডার ম্যানেজম্যান্টে (পিওএম) উত্তর বিভাগে কর্মরত ছিলেন তিনি। লাইনের ৯ নম্বর ভবনের ৬ তলায় থাকতেন শরিফুল। ৩ মাস আগেই কনস্টেবল হিসেবে পুলিশে যোগ দেন তিনি।
বিডি-প্রতিদিন/০৪ আগস্ট, ২০১৭/ওয়াসিফ