নারায়নগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু আহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টায় দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার সকালে আবদুল মতিন খসরু পাজেরো গাড়িতে করে কুমিল্লা যাচ্ছিলেন। ১১টার দিকে মদনপুর বাসস্ট্যান্ডে কুমিল্লার দিক থেকে আসা আকাশ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যান আবদুল মতিন খসরুর গাড়িকে ধাক্কা দেয়। এতে আবদুল মতিন খসরু সামান্য আহত হন এবং তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও পিকআপ ভ্যানের চালকদ্বয়কে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/৪ আগস্ট ২০১৭/হিমেল