আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় ইনসান (৩০) নামে এক যুবককের দুই পায়ের রগ কেটে দিয়েছে আওয়ামী লীগ নেতার লোকজন।
শুক্রবার সন্ধ্যায় আশুলিয়া বেলমা এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়াও এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ আরো ২৫ জন আহত হয়।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের সাথে একই এলাকার ইনসান ও তারেকের সাথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই সুত্র ধরে শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন তাদের উপর অতর্কিত হামলা ও গুলি বর্ষণ শুরু করে। এসময় তারেক-ইনসান গ্রুপের লোকজনও পাল্টা হামলা চালালে শুরু হয়ে যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ। সংঘর্ষের এক পর্যায়ে কামাল গ্রুপের লোকজন ইনসানের বাম হাতে গুলি করে ও তার দুই পায়ের রগ কেটে দেয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইনসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন ও তার লোকজন তাদের উপর হামলা করে এবং আমার ২পায়ে রগ কেটে দেয়।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি বলেও তিনি জানায়।
এদিকে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা, এনামুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন ঘটনার সাথে যেই হোক জড়িত তাদের গ্রেফতার করা হবে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন