আশুলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিএনপি কর্মী ইনসানের হাতে গুলি করে দুই পায়ের রগ কেটে দেয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। এদিকে উল্টো সেই বিএনপি কর্মীর নামেই মামলা দায়ের করেছেন এক আওয়ামী লীগ নেতার ছেলে। শনিবার সকালে সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিনের ছেলে রাসেল বাদী হয়ে থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় বিএনপি কর্মী তারেক ও ইনসানসহ সাত জনের নাম উল্লেখ করে আরো ৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
মামলার বিষয়টি আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বাংলাদেশ প্রতিদিনকে জানান, আশুলিয়ায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ নেতার ছেলে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। তবে মামলায় ইনসানের নাম উল্লেখ আছে কি না বিষয়টি তার জানা নেই। তবে ইনসানের দুই পায়ের রগ কেটে দেওয়া ও গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় তার পরিবার কোন অভিযোগ দিলে তারা সে বিষয়টিও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলেও তিনি জানায়। তবে এ ঘটনায় সাথে জড়িত থাকার দায়ে রনি আহম্মেদ, শাহিন আহম্মেদ, এরশাদ হোসেন ও ইকবাল হোসেন নামের চার জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে এর আগে শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন তার লোকজন নিয়ে আশুলিয়ার বেলমা এলাকায় ১০ শতাংশের দুই কোটি টাকা মূল্যের জমি দখল করতে গেলে বিএনপি কর্মী তারেক-ইানসান তাদের উপর হামলা চালায়। এসময় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির এক পর্যায়ে আওয়ামী লীগ নেতার লোকজন ইনসানের হাতে গুলি ও তার দুই পায়ের রগ কেটে দেয়। এছাড়াও এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ আহত হয় আরো ২৩ জন।
তবে এ বিষয়ে কামাল উদ্দিনের ছেলে যুবলীগ নেতা রাসেল আহম্মেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি জীবনে কখনো রাজনীতি করেনি আর করতে চাইনা। তিনি বলেন, আড়াগাঁও এলাকার বিএনপি কর্মী তারেক, ইনসান, এরশাদ লোকজন নিয়ে তার এলাকার মহিদের জমি দখল করতে আসে। এসময় তারা বাধা দিতে গেলে তারেক-ইনসান গ্রুপের লোকজন এলোপাথারী গুলি ছুড়তে শুরু করে। এঘটনায় তিনি নিজেই বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/৫ আগস্ট ২০১৭/হিমেল