রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় গৃহকর্মী লাইলি বেগমের রহস্যজনক মৃত্যুর ঘটনায় আটক বাড়ির মালিক মঈনুদ্দিন ও দারোয়ান তোফাজ্জেল হোসেনকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। অপর আসামি মঈনুদ্দিনের স্ত্রী শাহনাজ বেগমকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে ঘটনার বিস্তারিত জানতে আটক আসামিদের আদালতে পাঠিয়ে পুলিশের পক্ষ থেকে দশ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত দুই আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল হাসান।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) বিকেল সাড়ে ৩টায় লাইলির ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে লাশের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রতিবেদন পেলে এটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে। তিনি আরও বলেন, মৃত্যুর আগে ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন কিনা তা জানতে নমুনাও সংগ্রহ করা হয়েছে।
এদিকে মুক্রবার ঘটনার দিন রাতেই পুলিশ ও নিহতের ভাসুর বাদী হয়ে খিলগাঁও থানায় পৃথক মামলা দায়ের করে। ভাসুর শহিদুল ইসলামের মামলায় ছয়জনকে আসামি করা হয়। এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/০৫ আগস্ট ২০১৭/আরাফাত