রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে রাশিদুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগরীর বন্ধগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদুল নগরীর বোয়ালিয়া থানার সুলতানাবাদ এলাকার সাইফুল ইসলামের ছেলে।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে একটি ট্রেন পাবনার ঈশ্বরদী যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বন্ধগেট এলাকায় রেললাইন পারাপার হতে গিয়ে ওই ট্রেনের ধাক্কা খান ইলেকট্রিক মিস্ত্রি রাশিদুল। এতে তার একটি পা কেটে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর সেখানেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/০৫ আগস্ট ২০১৭/আরাফাত