হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ কেজি স্বর্ণসহ জামিল আক্তার নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার আহসানুল কবির সাগর জানান, শনিবার দিবাগত রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (এসকিউ- ৪৪৬) ঢাকায় আসেন জামিল।
তিনি অসুস্থতার ভান করে হুইল চেয়ারে বসে ছিলেন। সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। পরে জামিলের শরীর তল্লাশি করা হলে ২০০ পিস সোনার বার পাওয়া যায়। ২৫ কেজি ওজনের এ সোনার আনুমানিক মূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা।
চলতি বছর এটাই সবচেয়ে বড় সোনার চালান। এর আগেও জামিল বিদেশ থেকে এভাবে অসুস্থতার ভান করে সোনা এনেছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৬ আগস্ট ২০১৭/ই জাহান