রাজধানীতে পৃথক স্থানে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছেন। রবিবার রাত আড়াইটা ও ভোর সাড়ে ৫টার দিকে এ পৃথক ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার রাত আড়াইটার দিকে মিরপুর দক্ষিণ পীরেরবাগে রায়হান (২৮) ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে কয়েক হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে ভোর সাড়ে ৫টার দিকে সদরঘাট থেকে ফেরার পথে বংশাল ছুরিটোলায় খাইরুল ইসলাম (৪৫) একই ঘটনার শিকার হন। এসময় তার কাছ থেকে ৪০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করে জানান, অাহতরা ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি প্রতিদিন/৬ আগস্ট ২০১৭/হিমেল