আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির বিরুদ্ধে এলোমেলো বক্তব্য দিচ্ছেন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশজুড়ে বিএনপির দু’মাসব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান চলছে। দলের এই কর্মসূচি ইতোমধ্যে মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে বিএনপির সদস্য ফরম সংগ্রহ ও সদস্য পদ নবায়ন করছেন। কিন্তু আওয়ামী লীগের চলমান সদস্য সংগ্রহ কার্যক্রম ব্যর্থ হয়ে যাওয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ্যে বিএনপির বিরুদ্ধে এলোমেলো সামঞ্জস্যহীন বক্তব্য দিচ্ছেন। আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা বলেন।
রিজভী আরো বলেন, বিশেষ অভিযানের নামে বিভিন্ন জেলা, উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনী ও তাদের পরিচয়ে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হামলা, ভাঙচুর ও তাণ্ডবলীলা চালানো হচ্ছে। জনগণকে বিভ্রান্ত এবং বিরোধী দল ও মতকে নির্দয়ভাবে দমন করার পর মিথ্যার মায়াজাল ছড়িয়ে দেয়া হচ্ছে। তিনি বলেন, সরকারের ক্ষমতায় থাকাটা শুধু বেআইনি নয়, বর্তমান সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার