রাজধানীতে ট্রাক চাপায় হাবীবুর রহমান হাবীব (৩০) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে মিরপুর শাহআলী মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, হাবীব সাভারের হেমায়েতপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন। বাসায় ফেরার পথে শাহআলী মাজারের সামনে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, নিহত গার্মেন্টসকর্মীর মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/১০ আগস্ট, ২০১৭/ওয়াসিফ