সিলেট শহরের জালালাবাদ কলেজের সামনে ছাত্রলীগ কর্মী শাহীন আহমেদ ও আবুল কালাম আসিফের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বুধবারে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জাকির হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি সাইফুর রহমান সোহাগ, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।
সাইফুর রহমান সোহাগ বলেন, আগস্ট মাস ছাত্রলীগের জন্য শোকের মাস, বিক্ষোভের মাস নয়। কিন্তু এ মাসেই শিবির ছাত্রলীগের ওপর নির্মম হামলা চালিয়েছে। এ হামলাকারীরা যুদ্ধাপরাধী ও খালেদা জিয়ার দোসর। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আর কোন সমাবেশ নয়। স্লোগান, সমাবেশ করে শিবিরকে প্রতিহত করা যাবে না। আপনারা শিবিরের আস্তানা খুঁজে বের করে তাদের প্রতিহত করুন।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, সিলেটে ছাত্রলীগ কর্মীদের ওপর শিবিরের কর্মীরা যে হামলা চালিয়েছে তা বর্বরতাকেও হার মানায়। হামলাকারী এই সন্ত্রাসীদের উদ্দেশ্যই হল দেশকে অস্থিতিশীল করে রাখা। কিন্তু ছাত্রলীগ তা হতে দিবে না। ছাত্রলীগ আইনের প্রতি যতেষ্ট শ্রদ্ধাশীল। আইনের বাইরে গেলে যেমন কাউকে ছাত্রলীগে রাখা হয় না তেমনি ছাত্রলীগের সাথে আইনবহির্ভূত আচরণেরও জবাব দেবে ছাত্রলীগ।
আবিদ আল হাসান বলেন, এই ষড়যন্ত্র আজকে নতুন না। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ থেকে এ ষড়যন্ত্র শুরু করেছিল স্বাধীনতা বিরোধী শক্তি। তারা বার বার আগস্ট মাসকেই ষড়যন্ত্রের জন্য টার্গেট করেছে। ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, ২১ আগস্ট গ্রেনেড হামলা, সারাদেশে সিরিজ বোমা হামলাও এই আগস্ট মাসেই। তাই এই মাসে সকলকে ঐক্যবদ্ধ হয়ে অপশক্তিকে মোকাবেলা করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে সিলেট নগরের সোবহানীঘাটে জালালাবাদ কলেজের সামনে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আহত শাহীন আহমদ (২১) ও আবুল কালাম আসিফ (২০) মদন মোহন কলেজ ছাত্রলীগের কর্মী। এ ঘটনায় আসিফের ভাই আজাদ সোমবার দিবাগত রাতে সিলেট কোতোয়ালি মডেল থানায় সাতজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন