শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে দুই কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে স্বর্ণসহ চার যাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার ঢাকা কাস্টমসের যুগ্ম কমিশনার সোহেল রহমান এ তথ্য জানিয়েছেন।
এসময় তিনি জানান, আটক চার যাত্রীর মধ্যে দুই যাত্রীর ব্যাগ থেকে ৬১ টুকরা স্বর্ণ ও অপর দুই যাত্রীর পায়ুপথ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক যাত্রীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান এ কাস্টমস কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/১১ আগস্ট, ২০১৭/ওয়াসিফ