রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় যেসব যাত্রীদের টার্মিনাল থেকে বের করে দেওয়া হয়েছিল তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়া কোনো ফ্লাইট বাতিল করা হয়নি বলে জানা গেছে।
এর আগে শুক্রবার দুপুর ১.৩৮ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন বিকেল ৩টা ০৫ মিনিটে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ জানান, আগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা নেই এবং এতে বিমানবন্দরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে কোন ফ্লাইট বাতিল না হলেও পরবর্তী ফ্লাইট ছেড়ে যেতে ১ ঘণ্টা বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক ইকবাল করিম। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও টার্মিনালের ভেতরে ধোঁয়া রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও কাজ করছে।
বিডি প্রতিদিন/১১ আগস্ট ২০১৭/হিমেল