ডিএনডির জলাবদ্ধতা মুক্তি পেতে গণজমায়েত ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের সীমান্তবর্তী ডেমরার বড় ভাঙ্গা এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে ডেমরা থানা অনৈসলামী কার্যকলাম প্রতিরোধ কমিটি। এসময় গণজমায়েত ও মানববন্ধনে কয়েক হাজার এলাকাবাসী অংশগ্রহণ করেন।
সংগঠনের উপদেষ্টা মাওলানা আজহারুল ইসলাম আজমীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণজমায়েত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনৈসলামি কার্যকলাপ প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় আমীর আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী।
প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান নান্নু মুন্সী বলেন, ঢাকা-নারায়নগঞ্জ-ডেমরা (ডিএনডি) বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অভ্যন্তরের লাখ লাখ মানুষ গত দুই মাস ধরে পানিবন্দী হয়ে দুর্বিসহ জীবন যাপন করছে। মানুষ নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। পানিবন্দী মানুষের পাশে এসে কেউ দাঁড়ায়নি। স্থানীয় সাংসদকে ডিএনডিবাসীর পানিবন্দী জীবনের চিত্র সংসদে জোরালোভাবে তুলে ধরার জন্য তিনি অনুরোধ জানান।
নান্নু মুন্সী আরও বলেন, ভোটের সময় জনগণের বাড়ি বাড়ি যান অথচ পানিবন্দী মানুষের খোঁজ খবর কেউ নিচ্ছেন না, তাই জনগণকে সত্যিকারে ভালবাসলে তাদের পাশে এসে দাঁড়ান এবং তাদের সেবা করেন, নতুবা জনগণ থেকে বিচ্যুত হওয়ার আশংকা রয়েছে সংশ্লিষ্টদের।
এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ডেমরা থানা অনৈসলামি কার্যকালাপ প্রতিরোধ কমিটির সভাপতি শাইখুল হাদিস আল্লামা মুফতী তাজুল ইসলাম, মাওলানা নাছিম রেজা, নান্নু মুন্সী জামিয়া কারীমায়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইলিয়াস হোসাইন, হাসানুজ্জামান সাকী ও মোঃ জাহিদুল ইসলাম প্রমূখ।
বিডি প্রতিদিন/১১ আগস্ট ২০১৭/হিমেল