ভারতের চেন্নাইয়ে চিকিৎসা শেষে আলোহীন চোখ নিয়েই দেশে ফিরেছেন সিদ্দিকুর রহমান। শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে মালদ্বীপ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এসময় সাথে ছিলেন তার বড় ভাই নায়েব আলী।
পুলিশের টিয়ার শেলের আঘাতে গুরুতর ক্ষতিগ্রস্ত দুই চোখে দৃষ্টিশক্তি ফিরে পেতে চিকিৎসার্থে ভারতে গিয়েও হতাশা নিয়েই ফিরতে হলো রাজধানীর তিতুমীর কলেজের এই শিক্ষার্থীকে।
বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সিদ্দিকুর বলেন, আমার রক্ত, আমার চোখ অবশ্যই সার্থক হবে, যদি সাত কলেজে লেখাপড়ার স্বাভাবিক অবস্থা ফিরে আসে। আমি তাই চাই। আমি রাষ্ট্রকে ধন্যবাদ জানাই। আমার সামর্থ্য ছিল না দেশের বাইরে গিয়ে চিকিৎসা করানোর। রাষ্ট্র আমার পাশে দাঁড়িয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আমার খোঁজ নিয়েছেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে সিদ্দিকুর বলেন, আমি আমার লেখাপড়া চালিয়ে যেতে চাই, পড়াশোনা শেষ করতে চাই। আমি যেন অবহেলার পাত্র না হই। সম্মানজনক একটা অবস্থান চাই।
চোখের অবস্থা সম্পর্কে সিদ্দিকুর জানান, 'ডাক্তার বলেছেন ‘লিটল হোপ’...একেবারে সামান্য সম্ভাবনা আছে ভালো হওয়ার। তবে আরো ছয় সপ্তাহ গেলে তা বোঝা যাবে।'
এক প্রশ্নের জবাবে সিদ্দিকুর বলেন, 'আমি ভুক্তভোগী, তবে কারো প্রতি ক্ষোভ নেই। যদি তারা বাড়াবাড়ি করে থাকে, তবে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।'
এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে আসা তার সহপাঠীরা 'দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই' বলে স্লোগান দেন। পরে তারা বিমানবন্দরের সামনের সড়কে চোখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন।
উল্লেখ্য, পরীক্ষার সময়সূচি ঘোষণার দাবিতে গত ২০ জুলাই রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশ লাঠিপেটা করে ও টিয়ার শেল ছোড়ে। পুলিশের ছোড়া টিয়ার শেলেই তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের দুই চোখ জখম হয় বলে অভিযোগ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা শেষে গত ২৭ জুলাই উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতে যান। এরপর চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে সিদ্দিকুরের চিকিৎসার ব্যবস্থা করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
চেন্নাইয়ের চিকিৎসক তাকে পাঁচ থেকে ছয় সপ্তাহের জন্য ব্যবস্থাপত্র লিখে দিয়ে জানান, চোখ ভালো হবে কি না তার কোনো নিশ্চয়তা নেই। তার বাম চোখের রেটিনার ৯০ শতাংশের বেশি নষ্ট হয়ে গেছে। আর ডান চোখ তো আগেই নষ্ট হয়েছে।
বিডি প্রতিদিন/১১ আগস্ট ২০১৭/আরাফাত