রাজধানীর উত্তরায় হাসিবুর রহমান (২৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে পুলিশ হাসিবুরের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠায়।
হাসিবুর রাজধানীর সূত্রাপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে উত্তরা সেক্টর ১০ এর ২ নম্বর রোডের ৩৪ নম্বর বাড়ির ষষ্ঠতলায় একটি ফ্লাটে বাবা-মাকে নিয়ে ভাড়া থাকতেন তিনি। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত ছিলেন তিনি।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর কাইউম জানান, কেন হাসিবুর আত্মহত্যা করেছেন তা পরিবার জানাতে পারেনি।
বিডিপ্রতিদিন/ ১২ আগস্ট, ২০১৭/ ই জাহান