গাজীপুরের টঙ্গী স্টেশন আউটার সিগন্যাল এলাকায় শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঢাকা-জয়দেবপুর রেল রুটের টঙ্গী স্টেশন আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে স্থানীয়দের বরাত দিয়ে টঙ্গী জংশন ফাঁড়ির এসআই মো. সাইফুল ইসলাম জানান, গাজীপুরের টঙ্গী স্টেশন আউটার সিগন্যাল এলাকায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বয়স আনুমানিক (৬৫) বছর। তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার পরনে সাদা শার্ট এবং সাদা চেক লুঙ্গি রয়েছে।
বিডি-প্রতিদিন/১২ আগস্ট, ২০১৭/ওয়াসিফ