চট্টগ্রামে আকবরশাহ থানার কাট্টলি এলাকায় পারিবারিক কলহের জের ধরে বিষপান করে আত্মহত্যা করেছেন এক যুবক। আত্মঘাতি সেই যুবকের নাম নান্টু দে (২৯)। সে ওই এলাকার নারায়ন দে’র ছেলে।
শনিবার সকালে বিষপান করে করেন নান্টু। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেন
তিনি বলেন, ‘নান্টু দে প্রবাসী। কিছুদিন আগে দেশে এসেছেন। অবিবাহিত নান্টু দে পারিবারিক কলহের জের ধরে শনিবার সকালে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসে। এর প্রায় আধাঘণ্টা পর তার মৃত্যু হয়।’
বিডি প্রতিদিন / ১২ আগস্ট, ২০১৭ / তাফসীর