স্থায়ীভাবে চাকরি জাতীয়করন না হওয়া পর্যন্ত রাজস্ব তহবিল থেকে ৭০ ভাগ বেতন প্রদানের দাবিতে বরিশালে বিভাগীয় সভা করেছে উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি (ইউসিসিএ)। আজ বরিশাল বিভাগীয় ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের আয়োজনে বরিশাল সদর উপজেলা ইউসিসিএ’র নিজস্ব হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
ইউসিসিএ’র বরিশাল জেলা কর্মচারি ইউনিয়নের সভাপতি আবু জাফর পাহারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী ইউসিসিএ সভাপতি মো. মিজানুর রহমান মনির। বিশেষ অতিথি ছিলেন মো. নাছির উদ্দিন তালুকদার এবং কেন্দ্রিয় কোষাধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন। বিভাগীয় সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ইউসিসিএ’র সাধারণ সম্পাদক মো. নুরুল হক।
সভায় তাদের এই দাবি পূরন না হলে আগামী ১৫ আগস্ট থেকে টানা ১৫ দিন অর্ধ বেলা কর্মবিরতি পালনের সিদ্ধান্ত হয়। সভায় বিভাগের ৬ জেলার শতাধিক কর্মচারি অংশ নেয়।
বিডি প্রতিদিন/১২ আগস্ট ২০১৭/হিমেল