সিলেটের স্থাপিত 'বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল'র চিকিৎসা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. একে আজাদ খান। এসময় তার সঙ্গে হাসপাতাল পরিদর্শনে আসা বিশিষ্টজনরা উপজেলা পর্যায়ে ক্যান্সার চিকিৎসার এমন উদ্যোগের প্রশংসা করেন।শুক্রবার ডা. একে আজাদ খানের সাথে হাসপাতাল পরির্দশনে আসেন কিউবার অনারারি রাষ্ট্রদূত ওবায়েদ জায়গীরদার, সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এম এ আহবাব।
হাসপাতাল পরিদর্শনকালে তারা বলেন, উপজেলা পর্যায়ে এতো অত্যাধুনিক রোগ নির্ণয় যন্ত্র ও স্বাস্থ্য পরিবেশে চিকিৎসা সেবা প্রদান বাংলাদেশের খুব কম জায়গায় আছে। বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল শুধু চিকিৎসা নয়, ক্যান্সার রোগের ব্যাপারে জনসাধারণকে সচেতন করছে বলেও মন্তব্য করেন তারা।
পরিদর্শনকালে হাসপাতালের পরিচালক আবদুস সফিক, আরএমও ডা. গোলাম সারোয়ার ও ব্যবস্থাপক ফাতেমা তুজ জহুরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২০ আগস্ট ২০১৭/আরাফাত