জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম প্রয়াণ দিবসে কুমিল্লায় নানা কর্মসূচি পালিত হচ্ছে। জেলা প্রশাসন, নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্রসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান এসব কর্মসূচি পালন করছেন।
দিবসটি উপলক্ষে নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্রে আজ সকালে শুরু হয় শিশু-কিশোরদের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা। এছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর সামনে অবস্থিত জাতীয় কবির প্রতিকৃতি ‘চেতনায় নজরুল’-এ শ্রদ্ধা নিবেদন।
শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিশু-কিশোরদের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/২৭ আগস্ট ২০১৭/হিমেল